Skip to content

বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্র

July 28, 2013
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা

প্রচ্ছদ: সব্যসাচী হাজরা

সাম্প্রতিক চলচ্চিত্র-ভাবনায় ডিজিটাল চলচ্চিত্র প্রসঙ্গটি এক গুরুত্বপূর্ণ মাত্রা যুক্ত করেছে নিঃসন্দেহে। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান গ্রন্থ রচনার প্রয়াস। এই গ্রন্থে বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্রের সম্ভাবনা, প্রবণতা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। ডিজিটাল চলচ্চিত্রের ধারণাটি তাত্ত্বিকভাবে ব্যাখ্যার প্রয়াসও রয়েছে। বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্র নিয়ে নির্মাতা ও চলচ্চিত্র সংসদ কর্মীরা কে কী ভাবছেন, তাও এই গ্রন্থে উঠে এসেছে। নির্বাচিত দুটি ডিজিটাল চলচ্চিত্রের সমালোচনা বাংলাদেশের বর্তমান ডিজিটাল চলচ্চিত্রের হাল সম্পর্কেও ধারণা দেবে।

সূচিপত্র

ভূমিকা
প্রথম অধ্যায়: ডিজিটাল চলচ্চিত্র: তত্ত্ব, বিশ্ব ও বাংলাদেশ
অ্যানালাগ বনাম ডিজিটাল প্রযুক্তি
ডিজিটাল চলচ্চিত্র কী?
বাংলাদেশ প্রসঙ্গ: ঐতিহাসিক প্রেক্ষাপট
সম্ভাবনা
প্রবণতা
সমস্যা ও চ্যালেঞ্জ
দ্বিতীয় অধ্যায়: নির্মাতা ও চলচ্চিত্র-কর্মীর সাক্ষাৎকার
তারেক মাসুদ
মোরশেদুল ইসলাম
নূরুল আলম আতিক
টোকন ঠাকুর
বেলায়াত হোসেন মামুন
তৃতীয় অধ্যায়: ডিজিটাল চলচ্চিত্রের সমালোচনা
অন্তর্যাত্রা
ব্ল্যাকআউট
পরিভাষা
তথ্যসূত্র
নির্ঘণ্ট

প্রকাশক: অ্যাডর্ন, ২০১১
প্রাপ্তিস্থান: রকমারিডটকম

Leave a Comment

মতামত জানান